s

বিটকয়েন দিয়ে ডোমেইন ডোমেইন কিনুন মাস্টার কার্ড ছাড়া-prozoktibangla.com

 বিটকয়েন দিয়ে ডোমেইন ডোমেইন কিনুন

নতুন ব্লগার দের প্রধান সমস্যা হল ডোমেইন ।কারন বাংলাদেশে পেপাল নেই যার ফলে অনেকের আগ্রহ থাকার পরেও ভাল কোন প্রোভাইডার দের কাছ থেকে ডোমেইন কিনতে পারছে না ।
আজ আমি আপনাদের সাথে দুইটি ইন্টারনেশনাল ডোমেইন প্রোভাইডার এর সাথে পরিচয় করিয়ে দিব 

1.NAMESILO

namesilo এটি অত্যান্ত কম সময়ে অনেক জনপ্রিয়তা লাভ করে।তাদের সাপোর্ট টিম সবসময় আপনার কোন সমস্যা হলে আপনাকে সাহায্য করবে ।কিভাবে ডোমেইন কিনবেন তা নিচে পয়েন্ট আকারে দেওয়া আছে ।সেটি Follow করলে আপনি সফল ভাবে ডোমেইন রেজিস্টশন করতে পারবেন
  • প্রথম namesilo  এর ওয়েব সাইটে যান account করা না থাকলে একটি account করে নিন ।আর acccount করা  থাকলে login এ ক্লিক করে আপনার account e প্রবেশ করুন 
  • account  প্রবেশ করার পর নিচের দিকে ADD  FOUND  লিখাতে ক্লিক করুন
  • তার পর ($)  add করার জন্য অনেক অপশন দেখতে পাবেন ।আপনি  সেখানে বিটকয়েন ও দেখতে পাবেন ।বিটকয়েন এর আইকন এর নিচের বক্স এ আপনি কত $ অ্যাড করতে চান তার পরিমান লিখুন।এবং ORDER এ ক্লিক করুন
  • তার পর continue তে ক্লিক করুন 
  • এখন আপনি আবার অনেক অপশন দেখবেন ।আবার বিটকইয়েন সিলেক্ট করুন 
  • নিচে একটি বিটকয়েন address এবং QR কোড দেখবেন । address অথবা  QR কোড স্কেন করে বিট কয়েন সেন্ড করে দিন ।৩০  মিনিট এর মধ্যে আপনার account এ $লোড হয়ে যাবে 
  • মনে রাখবেন  QR কোড এর উপরে লাল রঙ্গের লিখা তে দেওয়া থাকবে আপনি কত সাতশি সেন্ড করবেন ।আপনি  কপি করে কয়েন বেস থেকে $ সেন্ড করার সময় এটি পেস্ট  করে দিবেন ।এর চেয়ে কম  সাতশি সেন্ড করলে আপনার  account এ $ যুক্ত  হতে সমস্যা হতে পারে 
ডলার লোড করা হয়ে গেলে এখন ডোমেইন রেরিজেস্টেশন করব ।ডোমেইন রেরিজেস্টেশন করার জন্য namesilo  এর হোম পেইজে চলে যান ।সার্চ বক্স এ আপনি আপনার ডোমেইন নেইম লিখে Enter চাপুন ।
নিচে আপনি আপনার নামের জন্য কোন ডোমেইন এক্সটেনশন  আছে তা দেখতে পাবেন ।
আপনার  account  যদি নতুন হয়ে  থাকে তাহলে আপনার নাম address এর একটা ফোরম আসবে সেটি পূরন করে continue তে ক্লিক করুন ।
এখন পেমেন্টের অপশন হতে namesilo select করে  নিচের দিকে continue এর উপরে টিক মার্ক দিয়ে  continue করুন ।আপনার ডোমেন রেজিস্টেশন করা হয়ে গেছে।আপনি পেমেন্ট রিচিপ্ট  সহ আরো অনেক তথ্য আপনার ই-মেইল চেক করলে পেয়ে যাবেন ।কিভাবে ব্লগে যুক্ত করবেন জানতে এখানে ক্লিক করুন

NAMECHEAP

namecheap হল বহুল জনপ্রিও হোস্টিং প্রোভাইডার  এখান থেকে আপনি ডোমেইন ও নিতে পারেন।যদিও বাংলাদেশ থেকে namecheap থেকে বিটকয়েন দিয়ে ডোমেইন কেনা অনেক কঠিন কারণ namecheap কয়েনবেস(কয়েন বেস হল বিটকয়েন এর একটি ওয়ালেট) সাপোর্ট করে না ।এরা বিটকয়েন এর বিট-পে ওয়ালেট সাপোর্ট করে ।আর বাংলাদেশ থেকে বিট-পে ব্যবহার  করা যায় না।তার পর ও যারা বিট-পে  ব্যবহার করেন বা যাদের  বিট-পে ওয়ালেট এ  বিটকয়েন আছে  তারা namecheap  থেকে বিটকয়েন দিয়ে ডোমেইন কিনতে পারবেন

  •  namecheap এ চলে যান account করা তাকলে লগিন করুন আর  করা না থাকলে account করে নিন
  • এখন সার্চ বক্স এ আপনার কাংখিত ডোমেইন নেম লিখে সার্চ দিন ।
  • এখন অনেক গুলো এক্সটেনশন দেখতে পাবেন ।আপনি আপনার পছন্দ মতো একটি সিলেক্ট ক্রুন।
  • সিলেক্ট করা হয়ে গেলে view cart  এ ক্লিক করুন
  • এখন আপনি ডোমেইন কয় বছরের  জন্য নিতে চান সেটি দিন ।আপনার কাছে যদি কোনো কোপন থাকে তাহলে সেটি promo code এর বক্স এ দিয়ে apply করুন তাহলে আপনি ডিস্কাউন্ড পাবেন ।তারপর confarm order এ ক্লিক করুন 
  • এখন পেমেন্ট দেওয়ার জন্য আপনি একটি পেইজে চলে আসবেন add Found এ ক্লিক করে বিটকয়েন এর আইকন এর উপর ক্লিক করুন আপনার current balance 0 দেখাবে।  এবং লাল রঙের লেখার মধ্যে add found লিখাতে ক্লিক করুন
  • আবার বিটকয়েন সিলেক্ট করে next এ যান ।আপনি কত ডলার লোড করতে চান তার পরিমান লিখে go to pay  তে যান 
  • এখন qr code স্কেন করে অথবা  bitcoin address এ বিট-পে ওয়ালেট থেকে  বিটকয়েন সেন্ড  করে দিন ।কিছুক্ষন  এর মধ্যে আপনার  account এ ডলার add  হয়ে যাবে ।
  • আপনি আপনার balance  দেখতে পাবেন ।সব কিছু দেখে  contiune তে যান ।
  • সব কিছু টিক আছে কি না আবার দেখে নিন pay now এ যান 
  • কিছুক্ষন অপেক্ষা করার পর একটি pup up আসবে সেখানে ৫ স্টার এবং নিচে ১০ এ ক্লিক করে enter  চাপুন
  • আপনার ডোমেইন রেজিস্টেশন করার কাজ শেষ ।আপনি আপনার পেমেন্ট Details সহ আরো অন্যান্য তথ্য দেখতে পাবেন। চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন
  • এই স্টিপ গুলো Follow করলে আসা করি আপনি সফল ভাবে ডোমেইন নিতে পারবেন ।
যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান ।
Next Post Previous Post
1 Comments
  • Sarwer
    Sarwer August 9, 2018 at 10:17 AM

    tnc

Add Comment
comment url