s

ফোন স্লো এবং গরম হয়ে গেলে করণীয়।প্রযুক্তি বাংলা ডট কম

ফোন স্লো এবং গরম হয়ে গেলে করণীয়

মনে করেন আপনি একটি নতুন ফোন কিনেছেন ।প্রথম কয়েক দিন ফোন ভাল ভাবে ব্যবহার করতে পারলে ও আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে ।আপনি যদি চান আপনার ফোনের স্পিড আবার আগের মতো করতে তাহলে এই পোস্ট টি আপনার জন্য 


ফোন গরম এবং স্লো হয় কেন 

  • আপনি যদি আপনার ফোনে অ প্রয়জনীয় এপ্লিকেশন install করেন এবং এটি ব্যবহার না করেন তাহলে আপনার ফোন স্লো হতে পারে ।কারন এপ্লিকেশন টি আপনার ফোনের অনেক জায়গে দখল করে আছে ।যার ফলে আপনার ফোন ভালো ভাবে সিস্টেম ফাইল রিড রাইট করতে  পারছে না এবং ফোন স্লো হয়ে যাচ্ছে 
  • মনে করেন আপনি আপনার ফোনে একটি এপ্লিকেশন  ইন্সটল করলেন এবং পরে এপ্লিকেশন  টি কোনো কাজে না আসায় এপ্লিকেশন টি uninstall  করে দিলেন ।এখন আপনি মনে করলেন এপ্লিকেশন  টি আপনার ফোন থেকে পুরোপুরি ভাবে ডিলিট হয়ে গেছে আপনি যদি এরকম মনে করে থাকেন তাহলে আপনার ধারনা টি সম্পূন্য ভুল ।কারন এপ্লিকেশন  unstall করলে ও এর বিভিন্ন ফাইল এবং ডেটা আপনার ফোনে রয়ে যাচ্ছে এবং আপনার ফোন কে স্লো করছে ।

  • বিভিন্ন এপ্লিকেশন  আপডেট এর ফলে আপনার ফোন স্লো এবং গরম হতে পারে ।কারন এপ্লিকেশন এর নতুন ভারসনটি আপনার ফোনের configuration   এর সাথে comfortable  না ও হতে পারে।তাই আপনাকে যদি এপ্লিকেশন  আপডেট করতে হয় তাহলে আগে এপ্লিকেশন   টির রিভিউ দেখে নিবেন।তার পর যদি আপনার মনে হয় এপ্লিকেশন   টি ইন্সটল করলে কোনো এক্সট্রা সুবিধা পাবেন তাহলে ইন্সটল করুন

  • ফোনের software আপডেট এর সময় যদি তাড়াহুড়ো করে আপডেট করেন তাহলে ফোনের অনেক ফাইল মিসিং হয়ে যায় ।যার ফলে আপনার ফোন স্লো হতে পারে ।তাছাড়া যদি নতুন কোনো ভারসন আসে যেমন ,(kitkat-lolipop)আর আপনি ও দ্রুত আপনার ফোন আপডেট করলেন ।এমনটা কখন ও করবেন না কারন অনেক সময় নতুন ভারসনে অনেক সমস্যা থাকতে পারে ।তাই দ্রুত আপডেট না করে ধিরে ধিরে করুন ।
  • ফোন স্টোরেজ এ অধিক ডেটা সংরক্ষন করেন যেমন ,আপনার ফোন এর স্টোরেজ যদি  ৪ জিবি হয় আর আপনি ৩ জিবি ডেটা সংরক্ষন করলেন । তাহলে আপনার ফোন স্লো হবে  কারন ,আপনার ফোন কোনো ফাইল তৈরী  করতে অনেক সময় নিবে  ।তাই চেস্টা করবেন ফোনের স্টোরেজ  ১০০% এর মধ্যে ৮০% খালি থাকে ।

কিভাবে সমস্যা গুলো সমাধান করবেন 

  • ফোনে ওপ্রয়োজনীও এপ্লিকেশন install করা থেকে বিরত থাকুন
  • তিন থেকে চার মাস পর পর ফোনের Factor data রিসেট করুন ।এবং রিসেট করার পর যে এপ্লিকেশন গুলো আপনার বেশি প্রয়োজন শুধু মাত্র ঐ এপ্লিকেশন গুলো install করবেন 
  • ফোন স্টোরেজ এ অতিরিক্ত  গান ভিডিও রাখবেন না 
  • ওপ্রয়জনীও এপ্লিকেশন  install করা থেকে বিরত থাকুন ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url