s

MCN কি। MCN এর সুবিধা। MCN এর অসুবিধা।প্রযুক্তি বাংলা ডট কম

MCN কি 

Mcn হল মাল্টি চ্যানেল নেট ওয়ার্ক।mcn এর নিজেদের একটি এ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে ।এবং আমরা যারা mcn এ জয়েন হই তাদের চ্যানেল ঐ এ্যাডসেন্স সাথে যুক্ত থাকে।আমাদের চ্যানেলে mcn এর এ্যাডসেন্স এর এ্যাড দেখানো হয় এবং সমস্ত earning mcn এর এ্যাডসেন্স এ যোগ হয়।পরে mcn হতে আমরা আমাদের profite পাই।
mcn

MCN এর সুবিধা কি




  • আপনি যদি Mcn এ জয়েন করেন তাহলে আপনার ভিডিওতে যদি কো্নো CLAIMS আসে তাহলে Mcn আপনাকে এইটা রিমোভ করতে সহায়তা করবে-তবে এক্ষেত্রে আপনি যদি ইউটিউবের কোনো rules ভাঙ্গেন তাহলে Mcn আপনাকে সহায়তা করেও কোনো কাজ হবে না।
  • কেউ যদি আপনার কন্টেন্ট কপি করে তাহলে Mcn আপনার হয়ে ঐ ভিডিও তে রিপোর্ট করবে ।আপনি যদি Mcn এ জয়েন না করেন তাহলে কেউ আপনার কন্টেন্ট কপি করলে ও খুজে পেতে অনেক সময় লাগবে।
  • আপনার চ্যানেল যদি অনেক বড় হয় আর আপনার যদি কোন স্পন্সার এর প্রয়োজন হয় তাহলে Mcn আপনাকে স্পন্সার খুজে পেতে সহায়তা করবে।
  • Mcn এ জয়েন হলে আপনাকে adsense এর মতো পিন ভিরিফিকেশন এর জামেলা নেই ।
  • adsense ১০০$ না হলে পেমেন্ট করে না কিন্তু Mcn ৫০$ হলে বা কোন কোন Mcn ১$ হলেও পেমেন্ট করে।
  • adsense শুধু মাত্র চেক এবং ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে পেমেন্ট দেয়। Mcn অনেক ভাবে পেমেন্ট করে।যেমন, ব্যাংক ট্রান্সফার,payneer,paypal এর মাধ্যমে পেমেন্ট দেয়

Mcn এর অসুবিধা কি


  •  Mcn এ জয়েন হওয়ার পর আপনার earning অনেক ভাগে ভাগ হয়ে যাবে । Mcn আপনার earning থেকে তার কমিশন রেখে আপনাকে আপনাকে পেমেন্ট করবে,।
  •  Mcn এ জয়েন করার সময় তারা আপনার সাথে একটা কন্টাক্ট এর মাধ্যমে জয়েন করবে ।আপনি যদি ৫ বছরের কন্টাক্ট এ জয়েন হন তাহলে ৫ বছরের আগে আপনি বের হতে পারবেন না।
আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url