s

ফোটোশপে বাংলা লিখুন অভ্র দিয়ে

ফোটোশপে বাংলা লিখুন অভ্র দিয়ে

যারা ফোটোশপ ব্যবহার করে তারা প্রত্যেকেই বাংলা লিখার সময় সমস্যায় পরেন ।কারন অভ্র  এর বাংলা ফন্ট গুলো  ইউনিক কোড হয়ে থাকে ।আর ফোটোশপ ইউনিক সাপোর্ট করে না ।তাই ফন্ট গুলো ভেঙ্গে যায় 

কিভাবে লিখবেন অভ্র দিয়ে বাংলা ফোটোশপে

বংলা লিখার জন্য আপনি স্কিনে অভ্র এর যে popup আছে সেখান থেকে সেটিংস আইকনে ক্লিক করুন ।তারপর output as ANSI(are you sure)লিখাতে ক্লিক করুন ।এখন আরো একটি pupup  আসবে সেখান থেকে use ANSI  anyway তে ক্লিন করুন ।
 এখন চলে যান ফোটোশপে।তারপর টেক্সট টুল এ ক্লিক করুন ।উপরের বক্স হতে Kalpurush ANSI এই ফন্ট সিলেক্ট করে নিবেন।কাজ শেষ এখন আপনি ইচ্ছা মতো বাংলা লিখতে পারবেন কোনো সমস্যা ছাড়া ।এই পদ্ধতিতে আমি বাংলা লিখি ফোটোশপ ৭ এ।এই  পদ্ধতিতে ব্যবহার করে আপনি ইলাস্টেটরে ও বাংলা লিখতে পারবেন।

ফোটোশপ cs6 এ বাংলা লিখুন 

ফোটোশপের বর্ত‌মান সময়ের জনপ্রিয় ভারসন হল ফোটোশপ cs6 ।এই ভারসন দিয়ে বাংলা লিখতে হলে আপনাকে কষ্ট করতে হবে না ।কারণ ফোটোশপের এই ভারসনটি ইউনিক কোড সাপোর্ট করে ।তাই আপনি কোনো সমস্যা ছাড়াই বাংলা লিখতে পারবেন ।ইউনিক কোড দিয়ে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url