ব্লগার দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন পর্ব-2
ব্লগে পোস্ট করার জন্য প্রথমে ব্লগারে login করে নিন।
তারপর new post এ ক্লিক করুন
ব্লগার দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন পর্ব-৩
ডোমেইন কিনুন বিটকয়েন দিয়ে
তারপর new post এ ক্লিক করুন
ক্লিক করার পর নিচের মতো একটি পেজ দেখতে
পাবেন ।সেখানে post title এর স্থানে আপনি আপনার
পোস্টের টাইটেল দিন।এবং খালি অংশ হতে লিখা
আরম্ভ করুন
পোস্ট লিখা শেষ হলে ডান দিকে অনেক গুলো অপশন
দেখতে পাবেন।্সেখান থেকে Labels এ ক্লিক করে
পোস্ট এর Labels যুক্ত করে দিন।আপনি একাদিক
লেভেল যুক্ত করতে চান তাহলে কমা (,)দিতে হবে
Schedule দুটি অপশন পাবেন।আপনি যদি কাস্টম
Date and Time সেট করতে চান তাহলে
Set date and Time সিলেক্ট করে কাস্টম
Date and Time সেট করতে পারবেন।
Date and Time সেট করতে চান তাহলে
Set date and Time সিলেক্ট করে কাস্টম
Date and Time সেট করতে পারবেন।
আপনি পোস্টের কাস্টম লিংক তৈরী করতে চাইলে
permalink এ ক্লিক করে custom permalink
সিলেক্ট custom permalink তৈরী করতে পারবেন
লোকেশন যুক্ত করতে চাইলে location এ গিয়ে
location যুক্ত করতে পারবেন
পোস্টের মধ্যে ভিজিটরের কমেন্ট অন কিংবা
অফ করতে চাইলে Option এ ক্লিক করে করতে
পারবেন
আপনি যদি আমাদের ব্লগ সিরিজের পোস্ট গুলো মিস করে থাকেন তাহলে নিচে লিংকে গিয়ে পড়তে পারবেন
5 Comments
আমার ব্লগ করার আগ্রহ আছে।কিন্তু এমন কাউকে পাচ্ছি না যে এবিষয়ে আমাকে সাহায্য করতে পারে।
ReplyDeleteকি সাহায্য লাগবে বলেন।।। চেস্টা করবো আপনাকে সাহায্য করার,অথবা ফেসবুকে আমাকে মেসেজ দেন
Deleteআমার ব্লগে শুধুমাত্র টাইটেল লেখার অপশন আসে, পোস্ট লেখার অপশন নাই আমি কী করতে পারি?
ReplyDeleteআমার ব্লগে শুধুমাত্র টাইটেল লেখার অপশন আসে, পোস্ট লেখার অপশন নাই আমি কী করতে পারি?
ReplyDeleteblogger এর dashboard এ কিছু পরিবর্তন হয়েছে। ফেসবুকে knock দেন আমি বলে দি কিভাবে করবেন
Delete