s

adsense কি এবং কিভাবে কাজ করে।প্রযুক্তি বাংলা ডট কম

adsense কি এবং কিভাবে কাজ করে

১।এডসেন্স কি

adsense হলো একটি এ্যড কোম্পানি যেটি youtube,blog,website,apps এ বিজ্ঞাপন দিয়ে থাকে ।আর এই বিজ্ঞাপনে ক্লিক এর উপর ভিত্তি করে adsense   youtube,blog,website এর মালিকে টাকা দেয়।

২।এ্যডসেন্স কয় ধরনের


adsense দুই ধরনের ১।হোস্টেড ২। নন হোস্টেড
হোস্টেড account কি । হোস্টেড account হল যে অ্যাকাউন্ট  ইউটিউব বা ব্লগ এর মাধ্যমে নেওয়া হয়েছে তা হল হোস্টেড অ্যাকাউন্ট।হোস্টেড adsense  এর বিজ্ঞাপন শুধু ইউটিউব ও ব্লগ এর মধ্যে সীমাবদ্ধ ।তাই এর বিজ্ঞাপন ইউটিউব এবং ব্লগ ছাড়া অন্য কোথায় বসানো যাবে না।
নন হোস্টেড অ্যাকাউন্ট কি,যে অ্যাকাউন্ট দিয়ে প্রায় ২০০এর ও বেশি ওয়েব সাইটে এবং android ফোন এর apps এ ও add বসানো যায়।
৩।আমি কি আমার নিজের add এ নিজে ক্লিক করতে পারব
উত্তরঃ আপনি এটা কখন ও করতে যাবেন না ।কারণ আপনি যদি নিজের add এ নিজে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট suspend করে দিবে ফলে আপনি আর কখন ও account ফিরে পাবেন না।
৪।ব্লগ যা ওয়েব সাইটে কয়টি পোস্ট হলে এ্যডসেন্স এর জন্য আবেদন করা ভালো
আপনার ব্লগ বা ওয়েব সাইটে ২০-৩৫ টি ইউনিক পোস্ট হলে আপনি adsense এর জন্য apply করতে পারবেন।তবে আপনার পোস্ট এ ২০০-৩০০ kyeword ব্যবহার করতে হবে।
৫।ওয়েব সাইট এর এক পেইজে কয়টি add বসানো যায়
আপনি আপনার ওয়েব সাইট এ প্রতি পেইজে ৩টির বেশি add বসাতে পারবেন না।এবং এমন ভাবে add বসাতে হবে যাতে ভিজিটর আপনার পোস্ট পড়ে বিরক্ত না হয় ।
৬।কি ধরনের ওয়েব সাইটে add বসানো যাবে না।

এ্যডসেন্স যে ভাষা support   করে না এমন কন্টেন্ট এর সাইটে add বসানো যাবে না।পর্ণগ্রাপি আছে এমন সাইটে অ্যাড বসানো যাবে না

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url