s

অন পেইজ এসইও।অন পেইজ এসইও করে সার্চ রিজাল্ট এ প্রথম পেইজে নিইয়ে আসুন

এসইও দুই ধরনের হয়ে থাকে ১।অন পেইজ এসইও ২।অফ পেইজ এসইও
আজ আমরা জানবো কিভাবে অন পেইজ এসইও সম্পর্কে‌।

অন পেইজ এসইও

অন পেইজ এসইও সরাসরি ওয়েব সাইটে করা  হয়।অন পেইজ এসইও করার জন্য আপনাকে  প্রথমে ব্লগ এর ডিজাইন ভালো ভাবে করতে হবে ।আপনি যদি  ডিজাইন করতে  না পারেন তাহলে অনলাইন থেকে ভালো একটি টেমপ্লেট ডাউনলোড করে ব্লগে যুক্ত করে নিবেন ।তিম নির্বা‌চন করার সময় খেয়াল রাখবেন তিমটি যেনো এসইও ফ্রেন্ডলি এবং সিম্পল ডিজাইন এর হয়।অতিরিক্ত ডিজাইনের সাইট লোড হতে অনেক সময় নেয়।যা এসইও এর ক্ষেত্রে মোটেও ভালো নয়।

গুগল ট্রেন্ডস এর ব্যবহার

আপনি যেই নিশ নিয়ে কাজ করেন না কেন আপনাকে কোনো পোস্ট করার পূর্বে‌  রিচার্চ‌ করা উচিত।এই কাজের জন্য  আপনি  গুগুল ট্রেন্ডস ব্যবহার করতে পারেন।কিভাবে ব্যবহার করবেন,এটি ব্যবহার করার জন্য গুগুলে চলে যান এবং google trends লিখে সার্চ দিন।তারপর google trends এর সাইটে চলে যান।এখন উপরে কিছু ওপশন দেখতে পাবেন ।সেখান থেকে আপনি আপনার নিশ অনুযায়ি ওপশন সিলেক্ট করে  রিচার্চ‌ করে নিবেন।এখান থেকে রিচার্চ‌ করে পোস্ট করলে আপনি এসইও করে অনেক অর্গা‌নিক ট্রাফিক নিতে পারবেন।

হাইপার লিংক 

এটি এসইও এর ক্ষেত্রে  অনেক কাজে লাগে ।এটি কিভাবে করবেন ,মনে করেন আপনি এখন এসইও নিয়ে আর্টি‌কেল লিখছেন।আপনার ব্লগে যদি পূর্বে‌র এসইও নিয়ে কোনো আর্টি‌কেল থাকে তাহলে আপনি ঐ আর্টি‌কেল গুলোর টাইটেল সহ লিংক যুক্ত করে নিবেন,এতে করে ভিজিটর যদি আপনার পূর্বে‌র আর্টি‌কেল গুলো না পড়ে থকে তাহলে সে লিংক এ ক্লিক করে আর্টি‌কেল গুলো পড়তে পারে।

ইমেইজ অপ্টিমাইজেশন

আপনার ব্লগ যদি wordpress এর হয়ে তাকে তাহলে আপনি ইমেইজ আপলোড করার পর ডান পাসে alt tag  নামে একটি অপশন দেখতে পাবেন ,সেখানে আপনি আপনার আর্টি‌কেল এবং ইমেইজ সম্পর্কি‌ত tag গুলো যুক্ত করে নিবেন।আর আপনার ব্লগ যদি ব্লগার দিয়ে তৈরী হয়ে থেকে তাহলে আপনি ক্যাপশন যুক্ত করে নিবেন।

সাইট ম্যাপ

এসইও করার জন্য আপনার ব্লগের সাইট ম্যাপ তৈরী করে সেটি সার্চ ইঞ্জিন এ সাবমিট করে নিবেন।সাইট ম্যাপ কিভাবে তৈরী করবেন।সাইট ম্যাপ তৈরী করার জন্য প্রথমে  google  এচলে যান এবং create sitemap  লিখে সার্চ দিন প্রথমে সবার উপরে যে সাইট আসবে সেটিতে প্রবেশ করুন ।এখন আপনি নিচের দিকে কিছু বক্স দেখতে পাবেন প্রথম বক্সে আপনার সাইটের url দিন এবং ২য় বক্সে আপনি কতো দিন পর পর পোস্ট publish করেন সেটি সিলেক্ট করুন।এখন start  এ ক্লিক করুন ।কিছু সময়ের ভিতরে আপনার সাইট ম্যাপ তৈরী হয়ে যাবে।এখন সাইট ম্যাপ এর xml  ফাইলটী ডাউনলোড করে নিন।

কিভাবে সাইট ম্যাপ সাবমিট করবেন 

আপনার সাইট ওয়ার্ড‌প্রেস দিয়ে তৈরী হয়ে তাকলে আপনার হোস্টিং পেনেলে লগিন করে নিন।লগিন করার পর xml ফাইলটি রোট ফোল্ডারে আপ্লোড করে দিন।আর যদি ব্লগার দিয়ে তৈরী হয়ে তাকে তাহলে xml  ফাইল দিয়ে এক্টিপেইজ তৈরী করে নিন।এখন চলে যান google web master tool এ চলে যান।gemail id দিয়ে লগিন করে নিন ।আপনার সাইট যদি web master tool  যুক্ত করা না থাকে তাহলে যুক্ত করে নিন ।্সাইট ম্যাপে ক্লক করলে একটি বক্স আসবে বক্সের পাসে আপনি আপনার ডোমেইন নেম দেখতে পাবেন ,বক্সে আপনি xml লিখে সাবমিট করে দিন ।সাইট ম্যাপ সাবমিট করলে আপনার ব্লগের পোস্ট সার্চ ইঞ্জিন দ্রুত ইন্ডেক্স করবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url