s

মেমোরি কার্ড কেনার পূর্বে যে সকল বিষয় মনে রাখবেন ।

মেমোরি কার্ড কেনার পূর্বে যে সকল বিষয় মনে রাখবেন ।

বর্‌তমান সময়ে যারা android phone ব্যবহার করেন, তাদের প্রত্যেকেরই মেমোরি কার্ড  আছে ।আর যাদের নেই তারা হয়তো মেমোরি কার্ড কেনার কতা ভাবছেন  ।কিন্তু মেমোরি কার্ড  কিনে গেলে অনেক সমস্যায় পড়তে হয়।কারণ বাজারে অনেক ধরনের মেমোরি কার্ড রয়েছে ।সবগুলো দেখতে একরকম হলেও দাম সমান নয়।যার ফলে মেমোরি কিনতে গিয়ে অনেকে সমস্যায় পরেন।

কয়ধরনের মেমোরি কার্ড  পাওয়া যায়

বাজারে তিন ধরনের মেমোরি কার্ড  পাওয়া যায়।১।MicroSD ২।MicroSD HC ৩।MicroSD XC

Micro SD কি

Micro sd সাধারণত ৪ জিবি পর্‌যন্ত হয়ে থাকে ।এবং এই কার্ড সর্বচ্ছ ৪ জিবি পর্‌যন্ত হতে পারে।

MicroSD HC

এই কার্ড ৪ জিবি থেকে ৩২ জিবি পরযন্ত হতে পারে ।

 MicroSD XC

এই কার্ড আগের দুইটি কার্ড এর ছেয়ে অনেক বেশি ক্ষমতা সম্মপূন্য কারন এই কার্ড এর ডেটা সংরক্ষনের ক্ষমতা ৩২ জিবি থেকে ২ টেরাবাইট পর্য‌ন্ত ।

স্পিড এর উপর ভিত্তি করে অনেক ধরনের  কার্ড পাওয়া যায় ।যেমন,

class 2 

ক্লাস ২ এই ক্যাটাগরির কার্ড ফাইল নেওয়ার সময় প্রতি সেকেন্ডে সর্বচ্ছ ২ মেগাবাইট পর্য‌ন্ত নিতে পারবে।

class 4

এই ক্যাটাগরির কার্ড প্রতি সেকেন্ডে ৪ মেগাবাইট  পর্য‌ন্ত ডেটা সংগ্রহ করতে পারবে। 

class 6

এই ক্যাটাগরির কার্ড প্রতি সেকেন্ডে ৬ মেগাবাইট  পর্য‌ন্ত ডেটা সংগ্রহ করতে পারবে। 

class 10

এই ক্যাটাগরির কার্ড প্রতি সেকেন্ডে ১০ মেগাবাইট  পর্য‌ন্ত ডেটা সংগ্রহ করতে পারবে ।

কিভাবে বোঝবেন আপার মেমোরি কার্ড এর স্পিড কত
 মেমোরি কারডের স্পিড চেক করার জন্য আপনাকে  মেমোরি কার্ড এর গায়ে গুল ভিত্ত এর মধ্যে লিখা দেখতে পাবেন ।গোল ভিত্ত এর মধ্যে যে সংখা থাকবে ঐ টি হলো আপনার মেমোরি কার্ড এর স্প। 

কোন কাজে কত স্পিড এর কার্ড ব্যবহার করা হয়

আপনি  যদি আপনার ফোনে শুধু অডিও এবং ভিডিও গান রাখেন তাহলে class 4 এর কার্ড ব্যবহার করতেন পারেন ।অনেক সময় দেখা যায় কোনো গান প্লে করলে গান অনেক স্লো হয় যায়।এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনি class 4  এর কার্ড ব্যবহার করতে পারেন। আপনি যদি ফোনে HD  ভিডিও করে মেমোরি কার্ড এ রাখতে চান তাহলে আপনাকে class 6  অথবা class 10  এর কার্ড ব্যবহার করুন ।কারন  HD ভিডিও করার সময় অনেক কম সময়ে বেশি  মেগাবাইট ডেটা তৈরী হয় যার ফলে কম স্পিড এর মেমোরি কার্ড সেগুলো সেইভ করতে সময় নেয় ।তাই ভিডিও করার সময় class 6 অথবা class 10  স্পিড এর  কার্ড ব্যবহার করা ভালো ।

মেমোরি কার্ড এর যত্ন নিবেন কিভাবে 

মেমোরি কার্ড ভাল রাখার জন্য   আপনাকে নিচের বিষয় গুলো খেয়াল রাখতে হ।

  • কখনো মেমোরি কার্ড কে পেন্ড্রাইব হিসাবে ব্যবহার করবেন না। 
  • কম্পিউটারে কার্ড প্রবেশ করাতে হলে ভালো কার্ড রিডার ব্যবহার করবে।
  • খেয়াল রাখতে হবে মেমোরি কার্ড এর ৩০% জায়গে যেন খালি থাকে ।
  • সময় পেলে ভালো কোনো এন্টিভাইরাস দিয়ে কার্ড স্কেন করুন ।
  • কার্ড এ কোন সর্‌ট কাট ফাইল থাকলে সেগুলো  ডিলিট করে দিন ।
  • যদি কোন কারণে ফোন থেকে  মেমোরি কার্ড বের করেন তাহলে কার্ডটি কোনো বক্স এ রেখে সংরক্ষন করুন ।পকেটে বা কোনো কিছুর নিচে রাখবেন না ।
  • মেমোরি কার্ড এ কম্পিউটার এর কোন software রাখবেন না 
  • তিন মাস পর পর কার্ড ফরমেট দিন ।এতে করে আপনার ফোনের  অনেক হিডেন ভাইরাস গুলো রিমোব হবে
  • অতিরিক্ত এপ্লিকেশন install  করা থেকে বিরত থাকুন



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url